জনপ্রিয় গাড়ি সংস্থা মাহিন্দ্রা নতুন গাড়ি আনলো বাজারে। একটি নয় দুটি। কোম্পানির জনপ্রিয় এসইউভি বোলেরো ও বোলেরো নিও-র নতুন রূপ। ২০২৫ সালের বোলেরো নিও এখন আরও আধুনিক ও স্টাইলিশ দেখাচ্ছে। নতুন নানান ফিচারে সাজানো হয়েছে গাড়িগুলো। নতুন বোলেরো নিও-র সামনের গ্রিলটি রূপালী অ্যাকসেন্ট দিয়ে আপডেট করা হয়েছে, যা একে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। নতুন ১৬ ইঞ্চি অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে ও সাইড প্রোফাইল আগের মতোই নজরকাড়া রয়ে গেছে। পিছনের স্পেয়ার হুইলটি থাকলেও জিন্স ব্লু ও কংক্রিট গ্রে-এর মতো নতুন রঙের বিকল্পগুলো এই গাড়িকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই গাড়ির কেবিনে সবচেয়ে বড় পরিবর্তন হলো একটি নতুন ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যার মধ্যে একটি রেয়ারভিউ ক্যামেরাও রয়েছে। ড্যাশবোর্ডে এখন একটি ডুয়াল-টোন লুক ও একটি নতুন ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।...