ইসরায়েল ও হামাসের পরোক্ষ শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার। আজ বুধবার মিশরে এই আলোচনায় তাঁর সঙ্গে থাকছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরই কুশনার ও উইটকফ কায়রোয় যাচ্ছেন বলে জানান আলোচনায় সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা। ইসরায়েলিরা মঙ্গলবার হামাসের হামলার দুই বছর পালন করেছে। এর মধ্যেই ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি।’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‘যুদ্ধ শুরুর সময় ইসরায়েল যেসব লক্ষ্য ঠিক করেছিল, তা অর্জনে কাজ চলবে। সব জিম্মিকে ফেরত আনা, হামাসের শাসন নিশ্চিহ্ন করা এবং...