বিসিবির নির্বাচন শেষে আবারও আলোচনায় তামিম ইকবাল। নির্বাচন বয়কট করা ক্লাবগুলো আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম জানান, নির্বাচন স্বচ্ছ হয়নি। একইসঙ্গে মন্তব্য করেন, বিসিবি নির্বাচনকে কোনো নির্বাচনই মনে করেন না তিনি।বুধবার (০৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই, যাচাই করে নিবেন। আমি যখন ই-ভোটিংয়ের জন্য অ্যাপ্লাই করি, বিভিন্ন মিডিয়ায় দেখলাম আমি ভোট দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এটা দেখে ফেসবুকে স্ট্যাটাস দেই এবং ইসিকে ই-মেইল দেই। ওদের রিপ্লাই এসেছে কাল, আমার কোনো ই-ভোট কাস্টিং হয়নি।’ক্লাব সংগঠকদের কেউ যেন ভবিষ্যতে নিজেদের অবস্থান বদলে না ফেলেন সেই আহবান জানান তামিম। বলেন, ‘সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই বের হয়ে এসেছি। উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই...