ফেসবুক ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন অ্যালগরিদম আপডেট এনেছে মেটা। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন তাদের পছন্দ অনুযায়ী আরও বেশি রিলস ভিডিও দেখতে পাবেন এবং অনাকাঙ্ক্ষিত বা অপছন্দনীয় কনটেন্ট সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা কোনও রিল ভিডিও পছন্দ না হলে সরাসরি ‘নট ইন্টারেস্টেড’ বেছে নিতে পারবেন। এতে ফেসবুকের রিকমেন্ডেশন ইঞ্জিন ওই ধরনের ভিডিও কম দেখাবে। একইভাবে, কোনও মন্তব্য অনুপযুক্ত মনে হলে তা ফ্ল্যাগ করেও প্রতিক্রিয়া জানানো যাবে। ফেসবুকের ‘সেভ’ ফিচারেও আপডেট এসেছে। এখন থেকে ব্যবহারকারীরা পছন্দের রিলস বা পোস্ট এক জায়গায় সহজেই সংরক্ষণ করতে পারবেন, যা পরবর্তীতে দেখা বা শেয়ার করার জন্য সুবিধাজনক হবে। অনেকেই অভিযোগ করেছেন, ফেসবুক রিলসে নকল, বিরক্তিকর বা নিম্নমানের এআই-জেনারেটেড ভিডিও দেখা...