পাকিস্তান সেনাবাহিনী বুধবার ৮ অক্টোবর জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার দুর্গম এলাকায় পাকিস্তান তালেবানদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে ১১ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে ১৯ জন সন্ত্রাসীরও মৃত্যু হয়েছে। নিহতরা মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী ওরকজাই জেলার ঘটনাস্থল থেকে। সেনাসদস্যরা মঙ্গলবার রাতে স্থানীয় সন্ত্রাসীদের বিষয়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় বাকি সন্ত্রাসীদের শেষ করার জন্য ‘স্যানিটাইজেশন’ কার্যক্রম চালানো হবে। গত মাসে খাইবার পাখতুনখোয়ার আরেকটি জেলা কারাকে অভিযান চালিয়ে ১৭ জন পাকিস্তান তালেবান (টি.টি.পি.) সন্ত্রাসী নিহত হয়েছিলেন। সেই সময় তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন। তার আগে ডেরা ইসলাম খানের অভিযানে ১৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছিল। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদী সহিংসতা বেড়েছে, যা...