গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধান স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার (৮ অক্টোবর) এসব চার্জ জমা দেয় প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা অভিযোগগুলোর মধ্যে দুটি গুমের মামলা এবং একটি জুলাই আন্দোলনের সময় রামপুরায় বিজিবির গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলা অন্তর্ভুক্ত। ১. গুমের (টিএফআই) মামলা: শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ মোট ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ। ২. গুমের (জেআইসি) মামলা: শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ মোট ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ। ৩. জুলাই আন্দোলনের গুলিবর্ষণ মামলা: রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ কর্মকর্তার বিরুদ্ধে ৬টি অভিযোগ। প্রসিকিউটর তামীম জানান, এসব মামলার তদন্তে দীর্ঘ সময় লেগেছে কারণ গুমের ঘটনাগুলো “খুব...