কিছু আরব রাষ্ট্রগুলো ইসরাইলের বিরোধিতা করলেও, পর্দার আড়ালে চলছে এক ভিন্ন কৌশলগত খেলা। ভারত মহাসাগরের সুকাত্রা দ্বীপপুঞ্জ থেকে সোমালিয়া এবং ইয়েমেন উপকূল পর্যন্ত আরব আমিরাত এক বিশাল সামরিক ও গোয়েন্দা ঘাঁটিনেটওয়ার্ক তৈরি করছে। মিডল ইস্ট আই-এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহযোগিতায় এসব ঘাঁটি নির্মাণ করছে আমিরাত। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষারই দিক নির্দেশ করছে না, বরং ইসরাইলের সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্কের ইঙ্গিতও দিচ্ছে। প্রধান লক্ষ্য ইরানকে ধ্বংস করা। বিশ্বের ব্যস্ততম শিপিং ল্যান্ডগুলোর মধ্যে অন্যতম এই নিয়ন্ত্রণ বলয়ের সম্প্রসারণ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দ্রুত গতিতে বাড়ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এসব দ্বীপে ইতিমধ্যেই ইসরাইলি কর্মকর্তারা অবস্থান করছেন। শুধু তাই নয়, ইসরাইলি রাডার ব্যবস্থা এবং অন্যান্য সামরিক নিরাপত্তা সরঞ্জামের...