নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গত ২৫ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, দেশের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার তার অন্তর্বর্তী সরকারের নেই। তিনি এ-ও বলেছেন, দেশটির শাসন ব্যবস্থায় কোনো সংস্কার বা পরিবর্তন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। তিনি আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণকেই তার সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন। সুশীলা কার্কি বলেছেন, নেপাল একটি সংসদীয় ব্যবস্থা অনুসরণ করে, যেখানে প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পরিষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হতে হয়। সরাসরি নির্বাচিত প্রধান নির্বাহী পেতে হলে নেপালের সংবিধান সংশোধন করতে হবে। আর এ ধরনের সংশোধনের জন্য কেন্দ্রীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে প্রতিনিধি পরিষদ বিলুপ্ত থাকায় আগামী বছরের ৫ মার্চের নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধন সম্ভব নয়।নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই।...