পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজরও রয়েছেন। বুধবার (৮ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাতে ভারত-সমর্থিত ‘ফিতনা আল খারিজ’ নামক সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির তথ্য পেয়ে সেনাবাহিনী ওরাকজাই জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে। ‘ফিতনা আল খারিজ’ নামটি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সরকারি নাম। আইএসপিআর জানায়, অভিযানে সেনাসদস্যরা কার্যকরভাবে পাল্টা লড়াই করে ১৯ জন সন্ত্রাসী হত্যা করে। তবে বন্দুকযুদ্ধের সময় সরাসরি অভিযান পরিচালনাকারী ৩৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ আরিফ ও তাঁর সহকারী ৩৩ বছর বয়সী মেজর তাইয়্যাব রাহাতসহ আরও নয়জন সেনাসদস্য শহীদ হন। নিহত সেনাসদস্যদের মধ্যে রয়েছে: ৩৮ বছর বয়সী নায়েব সুবেদার আজম...