জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সাথে চরম বেঈমানী করা হবে। এছাড়া জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত ৭ দফা দাবির মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসাদুর রহমান বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে চান। কারা টাকা নিয়ে দেশকে অশান্ত করতে চান, দেশবাসী তা জানে। সময় থাকতে সাবধান হয়ে যান, অন্যথায় এদেশের ছাত্র-জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে। জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল...