নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি কিছু উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন, তাঁদেরকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো 'সেফ এক্সিট' (নিরাপদ প্রস্থান) নেই। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ চ্যানেলগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নাহিদ ইসলামকে বলতে দেখা যায়, যারা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে, তারা নিজেদের আখের গুছিয়েছে এবং দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন যে, তারা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। নাহিদ অভিযোগ করেন যে, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি উল্লেখ করেন যে, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না, এবং উপদেষ্টাদের ভরসা করাটা ছিল তাদের সবচেয়ে...