রুহিয়ায় বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় নবনির্বাচিত ১১১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা আদালতের সাবেক বারের সভাপতি ও পিপি আব্দুল হালিম, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, হাসান মাহমুদ এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবনুর।প্রধান...