মিয়ানমারে বৌদ্ধদের এক ধর্মীয় উৎসব ও বিরোধী বিক্ষোভে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। সংবাদ মাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলের চাউং উ টাউনশিপে শত শত মানুষ থাদিংগ্যুত পূর্ণিমা উপলক্ষে উৎসব এবং জান্তা-বিরোধী সমাবেশে অংশ নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ সামরিক বাহিনী আকাশ থেকে বোমাবর্ষণ শুরু করে। স্থানীয় আয়োজক কমিটির এক সদস্য জানান, যখন মানুষ উৎসব ও প্রতিবাদে জড়ো হচ্ছিল, তখনই বোমা হামলা শুরু হয়। আমরা দ্রুত সবাইকে সতর্ক করি, ফলে প্রায় এক-তৃতীয়াংশ লোক পালাতে সক্ষম হয়। একটি মোটরচালিত প্যারাগ্লাইডার জনসমাগমের ওপর দিয়ে উড়ে গিয়ে দুটি বোমা ফেলে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ মারা যায়। শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।তবে এই হামলার বিষয়ে...