ঢাকা: গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে বুধবার তৃতীয় দিনের আলোচনায় মিশরে হামাস ও ইসরাইলি আলোচকদের সঙ্গে যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রতিনিধিরা।গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০-দফা পরিকল্পনার ভিত্তিতে লোহিত সাগরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।মঙ্গলবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু করতে পারার সত্যিকারের সম্ভাবনা রয়েছে।’ তিনি আরো বলেন, মার্কিন আলোচকরাও আলোচনায় জড়িত ছিলেন। আমি মনে করি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে, এটি গাজা পরিস্থিতির বাইরেও কিছু। আমরা অবিলম্বে জিম্মিদের মুক্তি চাই।ট্রাম্প বলেন, হামাস ও ইসরাইল যদি যুদ্ধবিরতিতে একমত হয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘সবাই যাতে চুক্তি মেনে চলে তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।’যুদ্ধের সূত্রপাত ঘটানো ৭ অক্টোবরের হামাসের হামলারর দ্বিতীয় বার্ষিকী উদযাপনকালে ইসরাইল এই আলোচনা...