০৮ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে দুটি কাপড়ের দোকান, একটি খাবারের হোটেল, একটি ফার্মেসি ও একটি বন্ধ মনোহারী দোকান। বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে গারো আদিবাসী নারী মিতালী ঘাগ্রার ‘সিলসি বস্ত্রালয়’ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে খোরশেদ আলমের ‘ভাই ভাই হোটেল’, আলহাজ জমশেদ আলীর ‘আল্লাহ সাফি ফার্মেসি’, প্রজাপতি সাংমার কাপড়ের দোকান এবং বন্দনা চাম্বুগংয়ের মনোহারী দোকানে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা সব দোকানকে গ্রাস...