এসএম বদরুল আলমঃগণপূর্ত অধিদপ্তর রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের অন্যতম কেন্দ্রবিন্দু। কিন্তু বহু বছর ধরে এই দপ্তরটি রূপ নিয়েছে এক অদৃশ্য সিন্ডিকেটের নিয়ন্ত্রণকেন্দ্রে। টেন্ডার আহ্বান থেকে প্রকল্প অনুমোদন, বিল পাস কিংবা কর্মকর্তাদের বদলি সব জায়গাতেই চলছে কমিশন বাণিজ্যের প্রভাব। অভ্যন্তরীণ সূত্র বলছে, এখন কোনো প্রকল্প অর্থ মন্ত্রণালয় বা প্রশাসনের অনুমোদনে নয়, বরং সিন্ডিকেটের সম্মতিতেই এগোয়। অভিযোগ আছে, প্রতি কোটি টাকার প্রকল্পে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিশন বিভিন্ন স্তরে ভাগ হয়ে যায়। এতে প্রকল্পের মান ও স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকার সিএমএম আদালতে দায়ের হওয়া একটি মামলায় (সিআর মামলা নং–১১৮/২০২৫, ধারা: ১৪৭/১৪৮/৩২৬/৩০৭/৫০৬/৩৪) গণপূর্তের ২৫ জনেরও বেশি প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে টেন্ডার কারচুপি, প্রকল্প বরাদ্দে অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের...