নিজস্ব প্রতিবেদক : ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজামুখী নৌবহরে ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে কয়েকটি জাহাজ আটক করেছে এবং জাহাজগুলোতে থাকা কর্মী ও যাত্রীদের গ্রেপ্তার করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। হামলার শুরু হয় বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম থাকাকালীন জাহাজ ‘কনশেনস’–এ, যেখানে আনুসাঙ্গিক হিসেবে প্রায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও দলের সদস্য ছিলেন, জানায় ফ্রিডম ফ্লোটিলা। পরে আরও তিনটি ছোট নৌযানেও অভিযান চালিয়ে তাদেরও আটক করা হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পোস্টে বলেছে, নৌ-অবরোধ লঙ্ঘন ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা আটক করা হয়েছে এবং আটককৃতরা নিরাপদ আছেন; তাদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তীব্র নিন্দা জানিয়ে মালয়েশীয় কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করেছেন। অন্যদিকে...