স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় একটি ছয়তলা ভবনকে হোটেলে পরিণত করার জন্য সংস্কার করার সময় সেটি ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির জরুরি পরিষেবার কর্মীরা ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছেন, বুধবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মাদ্রিদের মেয়র হোসে লুইস আলমেইদা সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মাদ্রিদের দমকলকর্মীরা ওই ধসের পর থেকে নিখোঁজ থাকা ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করেছেন।” রয়টার্স জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সংস্কার প্রকল্পের স্থপতি ৩০ বছর বয়সী এক নারী রয়েছেন। বাকি তিনজনের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই তিনজন একুয়েডর, মালি ও গিনি থেকে আসা প্রবাসী এবং তারা ওই ভবনে নির্মাণকর্মী হিসেবে কাজ করছিলেন। ভবনটি ভেতরের কাঠামো ধসে পড়লেও সামনের অংশ অক্ষত আছে। ঘটনার প্রায়...