আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে: আমানউল্লাহ আমান NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সাভার:আগামী ফেব্রুয়ারিতে অন্তবর্তী কালীন সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।মঙ্গলবার সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এ সময় তিনি আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বলেন, তারা বলতো শেখ হাসিনা পালায় না কিন্তু জনগণের প্রতিরোধে চৌদ্দগুষ্টি সহ ভারতে পালিয়ে গেলেন সেই শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার বিএনপি’র লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, গুম, হত্যা ও ভয়াবহ অত্যাচার চালিয়েছে। পঙ্গু করেছে অসংখ্য নেতাকর্মীকে।আমানউল্লাহ আমান আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই লন্ডন থেকে দেশে ফিরবেন।...