চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:এক ছাত্রীকে হয়রানির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ। আহত শিক্ষার্থীর নাম রবিউল হাসান শান্ত। তিনি বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রী কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে অবস্থান করছিলেন। এসময় রবিউল ও তার কয়েকজন সহযোগী মোটরসাইকেলযোগে এসে ছাত্রীকে হয়রানির চেষ্টা করেন। এসময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, রবিউল ও তার কয়েকজন বন্ধু ওই ছাত্রীকে কয়েক সপ্তাহ ধরে হয়রানি করে আসছিলেন। তবে রবিউলের দাবি, তিনি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে...