গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোকানপাড় এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার নিরসা কাজলাদিঘী এলাকার মো. রাকিব মিয়ার ছেলে বদরুল আলম (৫৫)। নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী হাউসিং এলাকায় বসবাস করে মুদি দোকানে ব্যবসা করতো বদরুল আলম। সকালে তিনি মোটরসাইকেলযোগে কালিয়াকৈর থেকে কোনাবাড়ী যাচ্ছিল। এক পর্যায়ে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দোকানপাড় এলাকায় পৌঁছায়। এ সময় একটি...