নরসিংদী:নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলার ঘটনায় বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করে শহর বিএনপির সহসভাপতি আলমগীর হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল। নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় যে, গত ৪ অক্টোবর, শনিবার শহরের আরশিনগর সিএনজি ট্যাম্পু স্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। আপনি সিএনজি স্ট্যান্ডের ইজারাদার ও সিএনজি শ্রমিক সমিতির সভাপতি পাশাপাশি আপনি নরসিংদী শহর বিএনপির সহসভাপতি। এ হামলার ঘটনায় বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। আমরা শহর বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...