তবে শেষ পর্যন্ত আর এই সিনেমায় দেখা যাবে না তিশাকে। জানা গেছে, ভিসা জটিলতায় পড়েছিলেন তিনি। ফলে শুটিংয়ে অংশ নিতে পারেননি। প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, তিশাকে বাদ দিয়েই নতুন অভিনেত্রী চূড়ান্ত করেছে সিনেমার টিম। তাঁর জায়গায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা। সাম্প্রতিক সময়ে নির্মাতা সৃজিত মুখার্জির ‘বান্ধবী’ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। বিভিন্ন পার্টিতে তাঁরা একসঙ্গেই এখন হাজির হন। ভালোবাসার মরশুম-এর ঘোষণা আসার পর থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। এ বিষয়ে জানতে চাইলে সম্প্রতি তিশা বলেন, ‘আমাকে নিয়ে অনেক নিউজ হয়েছে, আমি দেখেছি। তবে কতটা সত্য, কতটা নয় জানি না। কলকাতার সিনেমা নিয়ে এখনই কিছু বলতে চাই না। হয়তো নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সামনে আসব।' তিশার সেই ‘সারপ্রাইজ’ এবার স্পষ্ট! দেশসেরা নায়ক...