জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত রোববার (৫ অক্টোবর) জুলাই সনদকে কেন্দ্র করে আয়োজিত বৈঠকে সব রাজনৈতিক দল গণভোটে সম্মতি জানায়। তবে সনদের সময়সীমা ও সাংবিধানিক আদেশ জারি নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আদেশের পক্ষে অবস্থান জানানো হলেও বিএনপি এর পরিবর্তে অধ্যাদেশ জারির প্রস্তাব দেয়। অন্যদিকে, ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায়। আরো পড়ুন :জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ কমিশন সূত্র জানিয়েছে, বুধবারের বৈঠকে সংবিধান সংশোধনের অংশ হিসেবে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার প্রস্তাব পেশ করা হবে রাজনৈতিক...