ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতির চেয়ে আগেভাগে শনাক্তকরণ নিয়েই এখন বেশি গবেষণা চলছে। কারণ, অনেক সময় ক্যানসার দেরিতে ধরা পড়ে এবং শরীরের ভেতরে নীরবে ছড়িয়ে পড়ে। তখন চিকিৎসায় তেমন সাড়া মেলে না। বিশেষ করে রক্তের ক্যানসার এবং মুখ ও গলার ক্যানসারের ক্ষেত্রে এ সমস্যাটি বেশি দেখা যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা মাস জেনারেল ব্রিগহাম এক নতুন ধরনের রক্ত পরীক্ষা উদ্ভাবনে কাজ করছে, যা ক্যানসারের ঝুঁকি আগেভাগেই সনাক্ত করতে সক্ষম হতে পারে। মুখ ও গলার ক্যানসারের অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)। প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে দেখা যায়, ভাইরাসটি শরীরে বছরের পর বছর ঘাপটি মেরে থাকে। কোনো উপসর্গ প্রকাশ পায় না। এ সময়েই নীরবে কোষ বিভাজন ঘটিয়ে ক্যানসার ছড়িয়ে পড়ে। রোগী বুঝে ওঠার আগেই ক্যানসার চলে যায় তৃতীয় বা চতুর্থ...