ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকার ঝনঝনানিতে যেন ভাটা পড়েছে দেশের প্রতি দায়িত্ববোধ। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা ইতোমধ্যে স্বদেশের জার্সি ছেড়ে ঝুঁকছেন টাকার খেলায়। তেমনি এক প্রস্তাব পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স ও সময়ের অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই দুই তারকাকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি টাকা। তাদের শর্ত জুড়ে দেওয়া হয়েছে একটি—‘জাতীয় দল ছাড়ো।’ এমন প্রস্তাবটি এসেছে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি থেকে। খবরটি জানিয়েছে অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজ। পত্রিকাটি প্রতিবেদনে জানিয়েছে, আইপিএলের কোনো একটি ফ্র্যাঞ্চাইজি থেকে চুক্তিটি করার জন্য প্রস্তাব গেছে দুজনের কাছে। ওই ফ্র্যাঞ্চাইজিটির নাম জানায়নি দ্য এজ। তবে তাদের শর্তটি সামনে এনেছে। কামিন্স ও হেডকে বলা হয়েছে পুরো বছর তাদের হয়ে খেলতে। বিনিময়ে প্রত্যেকে পাবেন ১০ মিলিয়ন ডলার। চুক্তিটির শর্তও...