বাংলাদেশের ইতিহাসে প্রবাসী শ্রমিকদের ভূমিকা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ষাট ও সত্তরের দশকের শেষ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে লাখ লাখ বাঙালি গিয়ে কাজ শুরু করেন। কেউ নির্মাণ শ্রমিক, কেউ গৃহকর্মী, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী-তারা সবাই একসঙ্গে এক নামে পরিচিত- রেমিট্যান্স যোদ্ধা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত প্রবাসী আয় আসেনি। এই অর্থে গ্রামীণ অর্থনীতি সচল থাকে, ব্যাংকিং খাত সমৃদ্ধ হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকে। গ্রামে নতুন বাড়ি তৈরি হয়, সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহ হয়, কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়ে। এই প্রবাসী আয় দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) একটি বড় অংশ দখল করে...