বিসিবি নির্বাচনের পর দেশে ফিরেই মুখ খুললেন তামিম ইকবাল। আজ বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এটা কোনো নির্বাচনই ছিল না। তাছাড়া ভোটকেন্দ্রে উপস্থিত থেকেও ৩৪ জন ই-ভোট দিয়েছেন বলে দাবি করেছেন দেশের সাবেক এই অধিনায়ক। একইসঙ্গে নিজের ই-ভোটও কাস্ট হয়নি বলে জানান তামিম। সাবেক দেশসেরা ওপেনার বলেন, ‘আমার বক্তব্য পরিস্কার। আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল। যেভাবে জিনিসগুলো ঘটেছে… আমি ছোট্ট একটা পয়েন্ট ধরিয়ে দিতে চাই। আমি যেহেতু দেশের বাইরে গিয়েছিলাম, তাই ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম। মিডিয়ায় দেখতে পাই, আমার ভোট নাকি কাস্ট হয়েছে। এটা ভুল বোঝাবুঝি হতে পারে। এরপর ফেসবুকে একটা স্ট্যাটাস দেই এবং নির্বাচন কমিশনকে একটা ই-মেইল দেই। সেখান থেকে গতকাল আমাকে জানানো হয়, আমার ভোট কাস্ট হয়নি।’ তামিম আরও বলেন, ‘দ্বিতীয়ত, আমি যদি ভুল...