তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে বুধবারের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, সংযোগ সড়ক ধসে যাওয়ায় সদর উপজেলার কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদ নগর ও নাগরপুরের ভাররা ইউনিয়নে লক্ষাধিক মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ বিভিন্ন অফিস-আদালতে যাতায়াতে ব্যাঘাত ঘটছে। সেতুর উপর দিয়ে চরাঞ্চলের কৃষিপণ্য, তাঁত শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক, অটোভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল করে থাকে। রাত থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার সেতুটি নির্মাণ করে এলজিইডি। সেতুটি নির্মাণের পর থেকে কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের সংযোগ সড়ক ধসে যায়। গত বছরও সেতুর পশ্চিম পাশ ধসে গিয়েছিল।...