আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। পথে সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়লে তিনি মোটরসাইকেলে যাত্রা অব্যাহত রাখেন। উপদেষ্টার সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন দপ্তর সকাল থেকেই প্রস্তুত ছিল। সড়কের খানাখন্দ মেরামতে ইট-বালু বিছানোর কাজও চলছিল। তবে ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মঙ্গলবার মধ্যরাত থেকেই ওই এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা-সিলেট মহাসড়কতীব্র যানজটমোটরসাইকেলউপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে আটকা পড়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।...