টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ৫০ ওভারের ফরম্যাট ওয়ানডে। আজ (বুধবার) আবুধাবিতে মুখোমুখি হচ্ছে দুই দল। নতুন ফরম্যাট, নতুন অধিনায়ক। এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? টি-টোয়েন্টি দলের কারা থাকছেন? এশিয়া কাপের পর সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডেতে ডাক পেয়েছেন সাইফ হাসান। এর আগে দেশের হয়ে টেস্ট আর টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলা হয়নি ডানহাতি এই ব্যাটারের। ডাক পেয়ে একাদশেই সম্ভবত ঢুকে পড়ছেন সাইফ। তার সঙ্গে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে খেলবেন টি-টোয়েন্টি দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত। চারে তাওহিদ হৃদয়। পাঁচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ছয়ে শামীম পাটোয়ারী। উইকেটরক্ষকের পজিশনে জাকের আলী নাকি নুরুল হাসান সোহান খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ম্যাচের আগের দিন অধিনায়ক মিরাজের কথায় ইঙ্গিত পাওয়া গেলো,...