ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায়। সম্প্রতি শ্রীলঙ্কা সফরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও কটাক্ষ।ছবিতে দেখা যায়, ফারিয়ার পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। রৌদ্রোজ্জ্বল সৈকতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। কিন্তু সেই হাসিই যেন হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু।ছবি প্রকাশের পরই মুহূর্তের মধ্যে ফারিয়ার পোস্টের নিচে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ কেউ তার ভ্রমণস্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করলেও, অনেকেই ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন।‘এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে’—এমন মন্তব্য করেছেন ফারিম মিহা নামে এক ব্যবহারকারী। আরেকজন লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে।’ দেবদাস নামের এক নেটিজেনের মন্তব্য, ‘এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।’সাম্প্রতিক বছরগুলোতে শবনম ফারিয়া বারবারই নেটদুনিয়ায় বডি শেমিং...