বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমানের বলা “যে ভাইকে আমি রেখে এসেছিলাম সে আর নেই” কথা লেখা ফটো কার্ড অনেকেই আপলোড করে অনেকেই লিখেছেন ভাই বড়ো ধন রক্তের বাধন! আমি খুব ভালো করেই জানি, এই ব্যথাটা জনাব তারেক রহমানকে কোথায় আঘাত করে।সহোদর কী জিনিস তা যারা ভালো করে বোঝে তার মধ্যে নিশ্চয়ই আমি এই পৃথিবীতে অন্যতম! আমি আর আমার ছোটোভাই একদম পিঠাপিঠি, এক বছরের ফারাক বয়সে, স্বভাবত কারণেই জামাকাপড় থেকে শুরু করে সবকিছুই শেয়ার হতো, যেমন ঝগড়াঝাঁটি মারামারি হতো তেমনই ভালোবাসার টানও! কেউ একজন আমাদের কারো সাথে ঝগড়া বা মারামারি করার সাহস দেখালে বুঝতো ভাইয়ের মর্ম! বয়সের পার্থক্য তারেক রহমান আর আরাফাত রহমানের খুব একটা বেশি না, বছর চারেক মাত্র!তারেক রহমানের ১৯৬৫ সালে জন্ম আর আরাফাত রহমানের ১৯৬৯ সালে। হয়ত ছোটোভাইয়ের...