চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারানো আব্দুল হাকিম বিএনপির কেউ নন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি। তবে দুর্বৃত্তদের হাতে আব্দুল হাকিম মারা যাওয়ার পর তাকে বিএনপি সমর্থক দাবি করে উত্তাল হয়ে উঠে রাউজান। হত্যার প্রতিবাদ জানিয়ে ব্যাপক বিক্ষোভ করে নেতাকর্মীরা। যদিও বিবৃতিতে রিজভী বলেন, নিহত ব্যক্তি ও দুস্কৃতিকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। তবে বিবৃতিতে ঘটনাটির জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিবৃতিতে রিজভী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় আব্দুল হাকিম নামে ব্যক্তি গুলিতে...