এ বিষয়ে খানিকটা ব্যাখ্যা করে দেব বলেন, 'আসলে আমি এখন যে জায়গায় আছি, তার উপরে আর যাওয়ার জায়গা নেই। সেখানে থেকে পড়লে খুব জোরে লাগবে। তাই পূজার এক দিন কাটতে না কাটতেই ‘রঘু ডাকাত’-এর প্রচারে। আর পড়ব তো বটেই, আজ নয়তো কাল। তবে যে আসবে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে আমাকে ফেলার জন্য।'উল্লেখ্য, ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে দেবের জার্নি শুরু হয়। যদিও এ সিনেমা বক্স অফিসে সফল হয়নি। তবে দেবের দ্বিতীয় সিনেমা ‘আই লাভ ইউ’ (২০০৭) তার ক্যারিয়ার বদলে দেয়। কিন্তু অনেকেরই হয়তো অজানা অভিনয়ে পা রাখার আগে ক্যাটারার বাবার সহকারী হিসেবে মুম্বাইয়ের সিনে-ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দেব। কলেজে পড়ার সময় বাবাকে কাজে সাহায্য করতেন তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎকে খুব কাছ থেকে দেখে শাহরুখ খান হওয়ার ইচ্ছা জাগে দেবের। উল্লেখ্য,...