কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ। কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, গত ২৯ সেপ্টেম্বর সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, গত ৩০ সেপ্টেম্বর জেনেক্স ইনফোসিস পিএলসি এবং ৬ অক্টোবর প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি চারটির কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক...