০৮ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক ইতালি ও ইসরায়েলের মধ্যকার ম্যাচটি নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে করা বিক্ষোভকারীদের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচটি বাতিলের দাবিতে গত সপ্তাহে ইতালির ফ্লোরেন্সের ট্রেনিং সেন্টারের গেটে জড়ো হয়ে ম্যাচটি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। এটি ছিল জাতীয় ধর্মঘটের অংশ, যেখানে রাস্তায় নেমেছিলেন লাখ লাখ মানুষ। আগামী মঙ্গলবারের ম্যাচটি যে সহজ হবে না সেটা স্বীকার করেছেন ইতালি কোচ জেনারো গাত্তুসো। ‘পরিবেশটা স্বাভাবিক থাকবে না। স্টেডিয়ামের বাইরে প্রায় ১০ হাজার মানুষ থাকবে আর ভেতরে থাকবে ৫-৬ হাজার। ’ সোমবার পর্যন্ত উদিনেসের স্টাডিও ফ্রুলিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য মাত্র ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা ভাবছিল উয়েফা এবং উদিনেসের মেয়র আলবার্তো...