অনুবাদ করা যাবে এমন ২১টি ভাষার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, স্প্যানিশ, আরবি, হিন্দি, রুশ, সহজ চীনা, ফরাসি, জার্মান, জাপানি ও কোরিয়ান। নতুন এই ফিচারটি ব্যবহার করা যাবে ব্যক্তিগত চ্যাটিং, গ্রুপ চ্যাটিং এবং চ্যানেল সব জায়গাতেই। প্রথমে এটি কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন। সবচেয়ে বড় সুবিধা হলো, এই অনুবাদ ডিভাইসেই সম্পন্ন হয় অর্থাৎ কোনো ডেটা অ্যাপল, মেটা বা অন্য কোনো সার্ভারে পাঠানোর দরকার হবে না। ফলে ব্যবহারকারীর প্রাইভেসি থাকে পুরোপুরি সুরক্ষিত। এমনকি ইন্টারনেট সংযোগ না থাকলেও অনুবাদ করা যাবে। এই ফিচারটি মূলত অ্যাপলের ‘ট্রান্সলেশন এপিআই’ ব্যবহার করে তৈরি হয়েছে। এতে অনুবাদের কাজ ‘দ্রুত এবং নিরাপদভাবে’ হবে। কোনো মেসেজ অনুবাদ করতে হলে সেটি সিলেক্ট করে...