বগুড়ায় ৭ দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় অবস্থান নেয়। বগুড়া মূক-বধির সংঘের সভাপতি রায়হান আহম্মেদ তালুকদার রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সংঘের অর্ধশতাধিক সদস্য। তাদের দাবিগুলো হলো: সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখণ্ড সরকারি ভূমি বরাদ্দ দেওয়া। ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থ-কর্মসংস্থান পুনর্বাসনে আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণ। সকল বধিরদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতাকরন এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান। ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে সামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান। বধির সদস্যদের...