বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় শ্রমিক দল নেতা মো. সাগর মোল্লা (২৫) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। বুধবার (৮ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকার সোনার বাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পিকআপভ্যানের ধাক্কায় নিহত মো. সাগর মোল্লা (২৫) উজিরপুরের সাকরাল এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে ও বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি বলে জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের নেতা হাইয়ুম খান। অপরদিকে গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা নাঈম হাওলাদার ও মো. কাওছার হাওলাদার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়ক সংলগ্ন উজিরপুর উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রামের আনিছ হাওলাদারের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেলে চোরচক্রকে ধাওয়া করে। এ সময়...