ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি সাপ পাওয়া গেছে। এর মধ্যে দুটি ছিল বিষাক্ত। হঠাৎ এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থকর্মী ও এলাকাবাসীর মধ্যে। বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। তিনি ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। পরে স্থানীয় মিলনসহ কয়েকজন মিলে ফ্লোরের গর্ত থেকে ও বাথরুম থেকে মোট সাতটি সাপ ধরেন।আরো পড়ুন:মেঘনা নদীতে পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, আহত ৫একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁক-ফোঁকর ও...