বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার দিয়েছেন বাবা। কনের বাবার নাম হং চি তাম। ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা তিনি। হং চি তাম বলেন,‘‘ আমার সন্তানরা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন। আমার মেয়েকে এমন সম্পদ উপহার দিয়েছি যাতে সেও আয় করতে পারে। কনে চাইলে খাটাশগুলো পালন করতে পারে অথবাবা বিক্রিও করতে পারে।’’আরো পড়ুন:ভিন্ন ধর্মের একটি বিয়ে নিয়ে গাইবান্ধায় শোরগোলযীশুখ্রিষ্টকে বিয়ে করে কুমারী থাকার শপথ নিচ্ছেন নারীরা যীশুখ্রিষ্টকে বিয়ে করে কুমারী থাকার শপথ নিচ্ছেন নারীরা কনেকে দেওয়ার একশো খাটাশের বাজারমূল্য ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকা। এই প্রাণীগুলো বিশ্বের সবচেয়ে দামি কফি...