কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারপর তামিল-তেলেগু-হিন্দি ভাষার সিনেমা নিয়েই অধিক ব্যস্ত হয়ে পড়েন। বলিউডে পা রেখেও নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। এদিকে, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে—কন্নড় সিনেমার প্রযোজকরা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকাকে নিষিদ্ধ করেছেন। এ নিয়ে বেশ চর্চা চললেও নীরব ছিলেন এই অভিনেত্রী। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ‘ডিয়ার কমরেড’ তারকা।আরো পড়ুন:রাশমিকা না কি বিজয়, কে বেশি ধনী?বাগদানের পরও রাশমিকার প্রথম বিয়ে কেন ভেঙেছিল? গুড নিউজ কন্নড়-কে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, “দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ভেতরে কী হচ্ছে তা সৃষ্টিকর্তা জানেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা রাখতে পারি না। আর আমরা এমন মানুষ নই যে, আমাদের ব্যক্তিগত মেসেজ অনলাইনে শেয়ার করব।” পেশাগত আলোচনাকে...