আজ বুধবার (৮ অক্টোবর) পথচলার ২১ বছরপূর্তি উদযাপন করছে স্টার সিনেপ্লেক্স। দীর্ঘসময় ধরে দেশের সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মাল্টিপ্লেক্স এবারও থাকছে বিশেষ আয়োজন। প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘‘আমাদের দীর্ঘ যাত্রায় বিনোদন সাংবাদিকরা শুরু থেকেই একনিষ্ঠভাবে সমর্থন ও সহযোগিতা করে আসছেন। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন সাংবাদিকদের কেন্দ্র করে। ৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি স্পেশাল মুভি শো আয়োজন করা হয়েছে।’’ দর্শকদের জন্যও রয়েছে বিশেষ অফার। ৮ অক্টোবর দেশের সব স্টার সিনেপ্লেক্স শাখায়, সব শোতে, যে কোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাওয়া যাবে। ২০০৪ সালে যাত্রা শুরু করা দেশের প্রথম মাল্টিপ্লেক্স হিসেবে স্টার সিনেপ্লেক্স দর্শকদের কাছে বিশ্বমানের সিনেমা উপভোগের সুযোগ এনে দিয়েছে। সুপরিসর হল,...