জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন এবং কেবল নির্বাচনের মাধ্যমে ‘এক্সিট’ নেওয়ার মনোভাব নিয়ে এগোচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এত শহীদের রক্তের বিনিময়ে গড়া দায়িত্ব পালনে যদি কেউ ভয় পান, তাদের এই দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই। যারা এই মানসিকতা পোষণ করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো নিরাপদ পথ নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।” মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁয় জেলা শাখার সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণে এনসিপির কোনো আইনি বাধা নেই। তবে, নির্বাচন কমিশন যদি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে,...