ফরিদপুরে কোতোয়ালি থাবার গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. অসীম শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১ জুন দুপুরে ফরিদপুরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ফরিদপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০ এ একটি অধিযাচনপত্র পাঠান। সেই অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও অভিযান তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন...