২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই বিশ্বের মনোযোগ মূলত গাজার দিকে নিবদ্ধ। সেদিন দক্ষিণ ইসরাইলে হামাস-নেতৃত্বাধীন হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ইসরাইলি। এর পরই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গত দুই বছরের ইসরাইলি হামলায় অবরুদ্ধ উপত্যকায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। কিন্তু একই সময়ে অনেক কমই আলোচিত হয়েছে ৩০ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর—যে ভূখণ্ডটি ১৯৬৭ সাল থেকে ইসরাইল দখল করে রেখেছে। অথচ ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে এবং তারপরেও পশ্চিম তীরে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে গেছে। গত দুই বছরে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা ভয়াবহভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানাচ্ছে, শুধু চলতি বছরেই এখন পর্যন্ত ইসরাইলি সেনারা পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামে প্রায় ৭,৫০০ বার অভিযান চালিয়েছে। পশ্চিম তীরে আসলে কী...