ঢাকা: আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম, র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বরখাস্তকৃত এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানসহ র্যাবের ও ডিজিএফআইয়ের মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন।নিউজজি/এস আর ঢাকা: আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম, র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার অভিযোগ...