০৮ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম মহাসড়কে বালির স্তুুপ দুর্ভোগে হাজার হাজার মানুষ। নদীর বালি বেপরোয়া উত্তোলন যত্রতত্র মহাসড়কের, মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী, বেলনগর, রামনগর, ঢাকারোড়, পিটিআই, ভায়না, স্টেডিয়াম পাড়া,পুলিশ লাইন অন্তত ৮-১০টি পয়েন্টে রাস্তার পাশে ও মাঝামাঝি জায়গায় বালুর স্থুপ জমায় সড়ক টিতে চলাচল মানুষের জন্য কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া ড্রাম ট্রাক থেকে চলার সময় এ বালু ঝরে পড়ে দীর্ঘদিন জমে থাকছে মহাসড়কে। কোথাও কোথাও তা ছোটখাটো বালুর পাহাড়ে রূপ নিয়েছে। ফলে সড়কে চলাচল কারি মানুষের চোখে মুখে এ বালি ঢুকে নানান রোগের সৃষ্টি হচ্ছে। রাস্তার উপর দিয়ে সব সময় বালি ঝড় বয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায়, জেলার মধুমতি নদীর,কামারখালী,বাগবাড়ীয়া,মোহাম্মদপুর সহ একাধিক পয়েন্ট থেকে প্রতিনিয়ত উত্তোলন করা হচ্ছে বিপুল পরিমাণ বালু। বেশিরভাগই ইজারা বহির্ভূত...