দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায় ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়। আজ (৮ অক্টোবর) বুধবার থেকে এই দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকাসনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণের বিক্রয়মূল্যের...